শিরোনাম
◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসিকে সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছে সরকার ও পুলিশ : দাবি বিএনপির 

সাইদ রিপন: বর্তমান নির্বাচন কমিশনের উপর বিএনপির আস্থা নেই। ইসি হয়ত সুষ্ঠু নির্বাচন করতে চায়। কিন্তু‘ সরকার ও পুলিশবাহিনীর জন্য সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সিইসি কেএম নূরুল হুদার বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মাহবুব তালুকাদার উপস্থিত ছিলেন। অপরদিকে দুই সদস্যের প্রতিনিধি দলে বিএনপির যুগ্ম মহাসসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

খোকন বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি সরকার ও পুলিশবাহিনী আপনাদের কোন কথাই শুনছে না। পুলিশ বিভিন্ন জায়গায় কোন ওয়ারেন্ট ছাড়াই বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করছে। তিনি অভিযোগ করে বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে পুলিশ বিএনপির নেতা কর্মীদের হয়ারনি ও গ্রেপ্তার করছে। পুলিশ হাইকোর্টের আদেশ মানছে না। তাই আমরা কমিশনকে বলছি আমাদের নেতাকর্মী ও এজেন্টদেও যেন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার না করে।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সকল ধরনের ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছি। নির্বাচন কমিশনও আমাদের আশস্ত করে বলেছেন তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না। কারণ বর্তমানে যে পরিস্থিতি, তা নির্বাচনী পরিবেশ বিরাজ করছে না।

উল্লেখ্য, আগামীকাল সোমবার (৩০ জুলাই) রাজশাহী, বরিশাল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের একদিন আগে কমিশনে এসে এই অনাস্থার কথা জানায় বিএনপি প্রতিনিধি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়