শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলা বন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংসদীয় কমিটি

আসাদুজ্জামান সম্রাট : মোংলা বন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। নিরাপত্তার কারনে মোংলা বন্দরের কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় তার জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে মোংলা বন্দরের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয় যে, পদ্মা সেতুর সাথে মোংলা বন্দরে উন্নত যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা-মাওয়া- গোপালগঞ্জ পর্যন্ত সড়ক চারলেনে উন্নীতকরণের কাজ চলমান আছে।

সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমের উপর বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসিকে সমন্বয় করে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করে।

বৈঠকে ভবিষ্যতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সহায়ক যন্ত্রাংশ ক্রয় এবং নির্মাণ কাজে পাবলিক প্রকিউরমেন্ট রুলস্ (পিপিআর) এর আলোকে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ কোম্পানিকে কার্যাদেশ প্রদানের পরামর্শ প্রদান করা হয়।

বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, রণজিত কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম অ্যাডভোকেট বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিআইডব্লিউটিএ ও মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়