শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিতলে ভালো, না জিতলে ভালো নয় এই সংস্কৃতি থেকে বিএনপিকে বের হতে হবে : কাদের

আনিসুর রহমান তপন : জিতলে ভাল আর না জিতলে নির্বাচন ভালো নয় এমন মানসিকতা থেকে বিএনপিকে বেড়িয়ে আসতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেখবেন সিটি নির্বাচন ভালো হবে। কিন্তু বিএনপি যদি না জেতে তাহলে ভালো হবে না। আমি জানিনা এই সংস্কৃতি থেকে তারা কবে বেড়িয়ে আসবে।

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির পক্ষ থেকে সংলাপের কথা বলা হচ্ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে, সেতুমন্ত্রী বলেন, সংলাপের এখন আর সুযোগ নেই, এমনকি কোনো সম্ভাবনাও নেই। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকা ভালো। যোগাযোগ থাকলে অনেক কঠিন বরফও গলতে পারে। তাই আমি এ যোগাযোগ রাখার পক্ষে। তিনি বলেন, বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ হতেই পারে। যেমন আমি কাদের সিদ্দিকী, কর্নেল ওলি আহমদের সঙ্গে কথা বলেছি। এসব যোগাযোগ রাজনীতিতে যে সংঘাত-বিদ্বেষ রয়েছে, তা দূর করতে সাহায্য করে। তাছাড়া বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গণে কোনো সহিংসতা, হিংসা-বিদ্বেষ বা তিক্ততার বিষয়ে ওপেন বহি:প্রকাশ এখন নেই। ফলে আলোচনাটা কেন হবে?

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, সংলাপের জন্য বিএনপি সবসময়ই প্রস্তুত আছে। এক প্রশ্নের উত্তরে সসময় ফখরুল বলেন, আওয়ামী লীগ ফোন করলে আমরাও ফোন করবো।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানেও তারা শর্ত জুড়ে দিচ্ছে। কোনো শর্ত দিলে ফোন দিতে রাজি নই। এই যে টোলিফোনে আমরা কথা বলব সেক্রেটারি টু সেক্রেটারি। এখানেও উনি শর্ত জুড়ে দিলেন। এ রকম আলাপে কি শর্তারোপ করা উচিত? এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। তিনি বলেন, ফখরুল সাহেবের মায়ের মৃত্যুর পর আমি তাকে ফোন করেছি। কয়েকবার আনঅফিসিয়ালি দেখা হয়েছে। সেখানে আমি ওনাকে ভাই বলে সম্মোধন করেছি। আমি রুলিং পার্টির সেক্রেটারি হিসেবে তো আমার মধ্যে কোনো অহংবোধ নেই। তবে আমি জানি তার অসুবিধা আছে। এমনিতেই তাদের অফিসের মধ্যে একে অপরকে বলেন, উনি সরকারের দালাল। এ কারণেও হয়তো উনি আমাকে ফোন করেন না। আবার আমার কাছে ফোন করে তিনি লন্ডনের তোপের মুখে পড়েন কিনা সেটাও তো একটা বিষয়। তবে আমি মনে করি, এ টেলিফোন আলাপটার দরকার আছে।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কিভাবে হবে, সেটা আমাদের সংবিধানে আছে। নির্বাচন কমিশনের দায়িত্বও সংবিধানে লিপিবদ্ধ আছে। ইসির আচরণবিধিও সংবিধানে স্পষ্ট। ফলে সেই বিধান অনুযায়ী নির্বাচন হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালীন সরকার যেভাবে হয়, বাংলাদেশেও সেভাবে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এটা নতুন করে ভাববার কোনো সযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়