শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের ঘূর্ণিঝড়ের আঘাতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অচল

 

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: জাপানের শক্তিশালী ঘূর্ণিঝড় জংডারির আঘাতে দেশটির বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। রোববার ঘূর্ণিঝড়টির মাত্রা কমে ভারী বৃষ্টিপাতে রূপ নেয়। এরফলে দেশটির বিভিন্ন ফ্লাইট বন্ধ এমনকি সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম এনএইচকে। এদিকে ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত প্রায় ১৬ জন আহত হয়েছে। এদিকে, প্রচণ্ড ঢেউয়ের কারণে টোকিওর আশেপাশের ফেরি সেবাও বন্ধ রয়েছে।

হিরোশিমা প্রিফেকচারের (জেলা) শোবারা শহরে ৩৬হাজার জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও একহাজারের কাছাকাছি জনগণকে জরুরি ভিত্তিতে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে হিডেহিকো ইউজাকি জানান, জনগণের জীবন রক্ষার্থে তাদের দ্রুত সরিয়ে নিতে হবে। তবে এরকম শক্তিশালী বাতাসের মাঝে কীভাবে সরিয়ে নেয়া হবে এটি নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি।

অপরদিকে ওকাইয়ামা জেলা কর্তৃপক্ষ জানায়, জেলাটির জনগণকে সরিয়ে নিতে ২৪ঘন্টা সময় প্রয়োজন। জনসাধারণকে কীভাবে উদ্ধার করা যায়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, দেশটির পশ্চিমাঞ্চল ইতোমধ্যেই বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত। জাপান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়