শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৯:০৭ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় মর্যাদায় লিয়াকত আলীর দাফন সম্পন্ন

সজিব খান: ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য লিয়াকত আলীকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেহেরপুর পুলিশের একটি দল মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিনের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বেশ কয়েক বছর আগে থেকে বার্ধকজনিত রোগে ভুগছিলেন লিয়াকত আলী। মৃত্যুর আগে লিয়াকত আলী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাধীনতা ও আনসার পদকে ভূষিত হয়েছেন।

লিয়াকত আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা ও আনসার পদকে ভূষিত হয়েছিলেন।

১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিবনগরে জীবন বাজি রেখে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। স্বাধীনতার পর তাঁদের মধ্যে লিয়াকত আলীসহ ৯ জন আনসার সদস্য মারা গেলেন।

তার মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক আনোয়ার হোসেন, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে বাড়িতে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়