Skip to main content

ভুল সমগ্র ।। আহমেদ বাবলু

শৈশবে অজস্র ভুল থাকে, বেদনা থাকে না।যত বড় হই, ভুলও বড় হয় তত। এক সময়ের আনন্দ আর প্রেম, ভুল বলে প্রমাণিত হতে থাকে। অসাবধানে জন্ম নেয়া ভুল, চোখ এড়িয়ে গেলে- পাশ থেকে কেউ এসে বলে দেয়- ওটা ভুল। বয়েস বাড়ে, ক্রমাগত বিশুদ্ধতার পেছনে ছুটে ছুটে আরও ভুল জমা হয়। অন্যদের রাজনৈতিক ভুলের দামও চুকাতে হয় নিজেকেই। কাঁধে চড়ে বসে পূর্বপুরুষের ভুলসমূহ। ভাবি- যদি পিঁপড়া হতাম, কিংবা প্রজাপতি, কেমন হতো ভুলের বিবরন? কিছু ভুল মুছতে গেলে প্রেম মুছে যায়! তোমাকে মনে পড়ে। -আহমেদ বাবুল এর ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া।