শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২১ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সাথে সুসম্পর্কের প্রত্যাশায় ইমরানের তেহরিক-ই-ইনসাফ

আনন্দ মোস্তফা: পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়লাভের পর সাবেক ক্রিকেট তারকা ইমরান খান'র তেহরিক-ই-ইনসাফ টুইটারে পাকিস্তান-চীন সম্পর্কের ওপর জোর দিয়েছেন। দলটি শুক্রবারে তাদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে পাকিস্তান চীন সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে পোস্ট দেয়।

টুইটটিতে বলা হয়, 'আমরা চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো ও দৃঢ় করবো। সিপেক কে সফল করতে আমরা একসাথে কাজ করতে চাই। চীনের কাছ থেকে দারিদ্র বিমোচনের উপায় শিখতে আমরা একটি দল পাঠাতে চাই। শিখতে চাই কিভাবে আমাদের বিশাল পরিমানের দরিদ্রতা দূর করবো যারা দিনে দুবেলা খেতে পায় না।

আরেকটি টুইটে বলা হয়, 'দ্বিতীয় আরেকটি বিষয় আমরা চীনের কাছ থেকে শিখতে চাই, কিভাবে দুর্নীতি দমন করা যায়।'

তেহরিক-ই-ইনসাফ'র এই টুইটের প্রতিক্রিয়ায় পাকিস্তানে চীনা দূতাবাসের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে টুইট করা হয়, 'চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র: চীন পাকিস্তানের সুসম্পর্কের বিষয়ে মি. ইমরান খানের মন্তব্যের প্রশংসা করছে চীন। চীন বিশ্বাস করে মি. ইমরান খান ও পাকিস্তানের সকল জনগণ চীন পাকিস্তান সম্পর্ককে দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ।

পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ১১৬টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচিত হয়েছে তেহরিক-ই-ইনসাফ। তবে সরকার গঠন করার জন্য দলটিকে জোট করতে হবে।

পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ই আগস্টে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান শপথ গ্রহণ করবেন। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়