শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতার উচিত হিন্দু ধর্ম ত্যাগ করা: বিজেপি মন্ত্রী

অান্তর্জাতিক ডেস্ক :   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ ‘হিন্দু ধর্ম ত্যাগ করা’। এমন মন্তব্য করেছেন রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদব। গণপিটুনিতে রাকবরের মৃত্যুর ঘটনার পর মমতা বলেন, বিজেপি দেশে তালিবানি হিন্দুত্বের বাতাবরণ তৈরি করতে চাইছে। তার ওই মন্তব্যের সমালোচনা করতে গিয়েই তার হিন্দু ধর্ম ত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেন যাদব।

সম্প্রতি রাজস্থানে গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে রাকবার খান নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর মমতার মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা। -খবর এনডিটিভি’র।

যাদব বলেন, যে বিষয় মন্তব্য করছেন সেটা  মমতা বোঝেন না। দেশকে ভালোও বাসেন না। সমস্ত হিন্দুবাদী সংগঠনকে চরমপন্থী আখ্যা দিয়েছেন নির্লজ্জের মতো। তাই ওনার উচিত হিন্দু ধর্ম ত্যাগ করা। এসব ছাড়া একই সঙ্গে মমতার ‘মানসিক পরিস্থিতি’ নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী।

বিজেপি নেতারা প্রায়ই মমতার সমালোচনা করে থাকেন। নতুন করে সেসব সমালোচকদের তালিকায় নাম লেখালেন যাদব। গো-রক্ষা নিয়ে তিনি পূর্বে বলেছিলেন, গো-মাতা’কে জবাই বা চোরা চালান করলে হিন্দুরা চুপ করা থাকবে না।

টুইট করে রাহুল জানান আহত রাকবরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে দেরি করেছে পুলিশ। এটা না করলে তাঁর প্রাণ বেঁচেও যেতে পারত। প্রথম দিকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজস্থান সরকার। পরে সরকাররে তরফে দেরির অভিযোগ স্বীকার করে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে রাজস্থানের আলোয়ারের রাস্তায় গণপিটুনিতে মৃত্যু হয় রাকবর খান নামে এক ব্যক্তির। ওই ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে অনেকেই ঘটনায় পুলিশের ভূমিকারও নিন্দা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়