শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এখন হাই টাইম কথাবার্তা বা সংলাপ করার’

আশিক রহমান : এখন হাই টাইম কথাবার্তা বা সংলাপ করার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের টেলিফোন সংলাপের প্রস্তাবে বিএনপির অবশ্যই সাড়া দেওয়া উচিত বলেন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, টেলিফোন সংলাপও তো সংলাপই। ওবায়দুল কাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। রাজনৈতিক সংকট নিরসনে শুরুটা তিনি ভালো করেছেন। ভালো প্রচেষ্টা দেখিয়েছেন। ধন্যবাদ তাকে যে, একটা আগল ভাঙার উদ্যোগ তিনি নিলেন। আমার মনে হয় খুব দ্রুততার সঙ্গে বিএনপির তাতে সাড়া দেওয়া উচিত। এই সংলাপ আহ্বান রাজনীতিতে একটা শুভ সূচনা হবে।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের যেহেতু বলেছেন টেলিফোন সংলাপ হতে পারে, তিনি তো একধাপ এগিয়ে এসেছেন। এখন টেলিফোনটি বিএনপির কেউ করতে পারেন, কোনো অসুবিধা তো নেই। বিএনপি যদি বসে থাকে ওবায়দুল কাদের টেলিফোন পাওয়ার আশায় কীভাবে হবে? আমার মনে হয়, বিএনপিকে এগিয়ে এসে এখন তাকে টেলিফোন করা উচিত।

এক প্রশ্নের জবাবে ড. এ কে আজাদ চৌধুরী বলেন, রাজনীতির মেঘাচ্ছন্ন আবহাওয়া পরিষ্কার হতে শুরু করল কি না তা নির্ভর করছে বিএনপি কীভাবে রিঅ্যাক্ট করে। তারা কী কথা বলেন, কোনদিকে বলেন। পুডিংয়ের টেস্ট খেলে বোঝা যায়। তবে এটা শুভ সূচনা করেছেন ওবায়দুল কাদের। তার এই টেলিফোন সংলাপ প্রস্তাব নেতিবাচকভাবে দেখি।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার সরকার ২০১৪ সালের নির্বাচনের আগে অনেকবার অনেক অফার দিয়েছিল বিএনপিকে, বিশ্লেষণ করতে চেয়েছিল পরিস্থিতি ও সংকটের। সংকট নিরসনে টেলিফোনও করেছিলেন বঙ্গবন্ধকন্যা স্বয়ং নিজে। কিন্তু ফিডব্যাক ভালো ছিল না। ভালো উত্তর পাননি শেখ হাসিনা। এখনো সেরকম ব্যবহার করলে তো অসুবিধা। তবে আমার মনে হয়, এখন হাই টাইম কথাবার্তা বা সংলাপ করার। সেটা করা উচিত বলেই মনে করি আমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়