শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত না হলে দুর্নীতি দমন সম্ভব নয়’

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত না হলে দুর্নীতি দমন সম্ভব হবে না। পাশাপাশি অভিযোগেরও সঠিক অনুসন্ধান ও তদন্ত প্রয়োজন।

শনিবার দুদক প্রধান কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকল্পে গৃহীত প্রকল্পের কনসালটেন্ট প্রতিষ্ঠান টেকনোহেভেন-পিএমটিসি জেভি-এর কার্যক্রমের অগ্রগতি নিয়ে যৌথ মতবিনিময় সভায় এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের মানদণ্ডে কমিশনকে বিশ্বমানে পৌঁছাতে হবে। অনুসন্ধানকারী কর্মকর্তাদের পাশাপাশি তদারককারি কর্মকর্তাদেরকেও তাদের দক্ষতা, অভিজ্ঞতা সর্বোপরি কর্মস্পৃহা দিয়ে সঠিকভাবে মামলার তদারকি সম্পন্ন করতে হবে। তাহলেই তদন্তের গুণগতমানের ইতিবাচক পরিবর্তন আসবে। কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, দায়সাড়া গোছের অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে মামলা পরিচালনা করলে কাঙ্ক্ষিত ফল যেমন পাওয়া যাবে না, তেমনি মানুষের আস্থাও হারাবে দুদক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম, কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, দুদকের সাবেক কমিশনার আবুল হাসান মনযুর মান্নান, দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মুনীর চৌধুরী, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী ও এডিবির প্রতিনিধি ফিরোজ আহমেদ প্রমুখ। খবর: বাংলাদেশ প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়