শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্পাস সাংবাদিকতাকে ওয়েজ বোর্ডের আওতায় আনার আহবান

এ জেড ভূঁইয়া আনাস: ক্যাম্পাস সাংবাদিকতাকে এখনো সাইড সাংবাদিকতা হিসেবে দেখা হয় উল্লেখ করে ক্যাম্পাস সাংবাদিকতাকে ওয়েজ বোর্ডের আওতায় আনার আহবান জানিয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশন এর এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল।  শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত দুইদিনব্যাপী ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা এখনো কোন ওয়েজ বোর্ডের আওতায় আসেনি। আমরা নবম ওয়েজ বোর্ডের আলোচনা করছি। তোমরা চাইলে নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি প্রস্তাবনা পাঠাতে পারো। সেটা এই সেমিনার থেকে সেই প্রস্তাবনা তৈরি করতে পারো।

আয়োজক সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, শাবিপ্রবি প্রেসক্লাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তি প্রমুখ।

মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতা একটি নেশারমত পেশা। সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করতে হবে। সরকার, রাজনৈতিক দল কিংবা বিশেষ ব্যক্তির স্বার্থে সাংবাদিকতার মৌলিকতাকে যেন বিসর্জন দিতে না হয়। আশার দিক হলো বাংলাদেশে এখন সাংবাদিকতার ব্যাপক ক্ষেত্র তৈরি হয়েছে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো হচ্ছে, কাজের পরিধি বেড়েছে। তাই মেধা দিয়ে টিকে থাকতে হবে।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুইদিনব্যাপী ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টিভ্যালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ দেশের ২৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় আড়াই শতাধিক ক্যাম্পাস রিপোর্টার অংশ নেন। ক্যাম্পাস সাংবাদিকতাকে ওয়েজ বোর্ডের আওতায় আনার আহবান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়