শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৩:২৭ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন সিটিতেই অঘোষিত সান্ধ্য আইন : বিএনপি

শিমুল মাহমুদ: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে অঘোষিত সান্ধ্য আইন জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা করেন।

রুহুল কবির রিজভী বলেন, তিন সিটি করপোরেশনেই ভোটাররা অন্ধকার শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে সময় পাড় করছে। ক্ষমতাসীন দল পুলিশের সহায়তায় ভোটারশুন্য পরিস্থিতি তৈরি করতে নানা ফন্দি এঁটে চলেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সকল আইনী বাধ্যবাধকতাকে অতিক্রম এক বেপরোয়া দুঃশাসন চালু করার জন্য নির্বাচন, ভোট, মানুষের ভোটাধিকারকে বিসর্জন দিয়েছে। ভোট কারচুপি আর ভোট সন্ত্রাসকে আওয়ামী নির্বাচনের উপজীব্য করা হয়েছে।

সরকার ভোট ও নির্বাচনের মুখোশ পরে মূলত একতরফা নির্বাচনের মাধ্যমে ‘৭৫ এর মৃত বাকশালকেই প্রতিষ্ঠা করছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ৭৫-এর একদলীয় বাকশাল ব্যবস্থা ব্যর্থ হওয়ার গ্লানি মন থেকে মুছে ফেলতে পারেননি শেখ হাসিনা। এখন সেই একদলীয় বাকশাল ব্যবস্থাকে গণতন্ত্রের একটি লেবাস পরিয়ে বাস্তবায়ন করছেন।

মহিলাদেরকেও হয়রানী থেকে বাদ দেয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে মহিলারা যাতে নির্বাচনের দিন পোলিং এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে না পারেন সেজন্য তাদেরকেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিএনপি সমর্থিত ও অধ্যুষিত এলাকায় পুলিশী হয়রানী আরও ব্যাপকভাবে পরিচালনা করা হচ্ছে এবং নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে- বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

সিটি নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মন্তব্য করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাহির থেকে সন্ত্রাসীদের নিয়ে এসে রাজশাহীর সকল আবাসিক হোটেলগুলো ভরে ফেলা হয়েছে। শহরের ছাত্রাবাসগুলো থেকেও শিক্ষার্থীদের বের করে দিয়ে সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে।

‘আবারো সংলাপের সুযোগ হাত ছাড়া করলো বিএনপি’- এই শিরোনামে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের কথা উল্লেখ করে রিজভী বলেন, সংলাপের বিষয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তাই এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। সরকার সমর্থিত কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সুতরাং এই সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত। জনগণ এই বিভ্রান্তিতে কান দেবে না।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আমিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়