শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্পাস সাংবাদিকতাকে ওয়েজ বোর্ডের আওতায় আনার আহবান

সিলেট থেকে এ জেড ভূঁইয়া আনাস : ক্যাম্পাস সাংবাদিকতাকে এখনো সাইড সাংবাদিকতা হিসেবে দেখা হয় উল্লেখ করে ক্যাম্পাস সাংবাদিকতাকে ওয়েজ বোর্ডের আওতায় আনার আহবান জানিয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশন এর এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল।

শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত দুইদিনব্যাপী ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা এখনো কোন ওয়েজ বোর্ডের আওতায় আসেনি। আমরা নবম ওয়েজ বোর্ডের আলোচনা করছি। তোমরা চাইলে নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি প্রস্তাবনা পাঠাতে পারো। সেটা এই সেমিনার থেকে সেই প্রস্তাবনা তৈরি করতে পারো।

আয়োজক সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, শাবিপ্রবি প্রেসক্লাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তি প্রমুখ।

মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতা একটি নেশারমত পেশা। সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করতে হবে। সরকার, রাজনৈতিক দল কিংবা বিশেষ ব্যক্তির স্বার্থে সাংবাদিকতার মৌলিকতাকে যেন বিসর্জন দিতে না হয়। আশার দিক হলো বাংলাদেশে এখন সাংবাদিকতার ব্যাপক ক্ষেত্র তৈরি হয়েছে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো হচ্ছে, কাজের পরিধি বেড়েছে। তাই মেধা দিয়ে টিকে থাকতে হবে।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুইদিনব্যাপী ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টিভ্যালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ দেশের ২৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় আড়াই শতাধিক ক্যাম্পাস রিপোর্টার অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়