শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ সুরমা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সিলেটের দক্ষিণ সুরামার শ্রীরামপুর এলাকা থেকে ১০ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।শুক্রবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো., মনিরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জের লোহারমহল গ্রামের সেলিম আহমদের ছেলে জাহেদ আহমদ (২১) এবং পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (২৬)। এছাড়াও আরো দুইজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। তারা হলেন জকিগঞ্জের পশ্চিম বেউর গ্রামের মৃত ছানুয়ার আলীর ছেলে বদরুল হক বদু এবং দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার বি ব্লক ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার মছদর আলীর (মৃত) ছেলে পারবান হোসেন।

র‌্যাব জানায়, সিএনজি করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে সিলেট যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর চৌমোহনী বাজারস্থ যাত্রী ছাউনির সামনে সিএনজিটিকে থামার সংকেত দেয় র‌্যাব।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৯।এরপর আটককৃত সিএনজির টুল বক্সের অভ্যন্তরে কৌশলে লুকিয়ে রাখা ১০,০২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫০ লক্ষ্য ১২ হাজার ৫০০ টাকা।র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তারা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে থাকে। তাদের সংগ্রহ করা মাদক অভিনব কৌশলে মজুদ করে পরিবহন করে।

তাদের মজুদকৃত মাদকদ্রব্য, তাদের গড়ে তোলা মাদক নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা শহরে তারা সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, সিএনজি ও গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়