শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়েল হত্যার বিচারের দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। শনিবার দুপুরে নর্থ সাউথের সামনে তারা এই মানববন্ধন করেন।

এ সময় তারা হানিফ পরিবহনের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

শিক্ষার্থীরা মানববন্ধনে দাবি করেন, নির্মম হত্যাকাণ্ডে দোষীদের বিচারের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে কার্যকর করতে হবে। দেশব্যাপী হানিফ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সাইদুর রহমান পায়েলের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া, সবার জন্য নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, পরিবহন ও যাত্রীসেবা, নিরাপত্তা নিশ্চিতকরণে যুগোপযোগী আইনের প্রণয়ন ও প্রয়োগের দাবি জানান তারা।

পায়েলের সহপাঠী হাবীব কাওসার বলেন, ‘আমরা এই সব দাবির দ্রুত বাস্তবায়নে প্রশাসন, আইনপ্রণয়ন ও প্রয়োগকারী সংস্থা, বিচারবিভাগসহ সরকার ও সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’ বিচার না হওয়া পর্যন্ত তাদের এই মানববন্ধন কর্মসূচি চলবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ২১ জুলাই চট্টগ্রাম থেকে বন্ধুর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন পায়েল। পথে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যানজটে পড়ে বাসটি। এ সময় জরুরি প্রয়োজনে বাস থেকে নিচে নামেন পায়েল। এরপর থেকে আর পায়েলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ২৩ জুলাই সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়