শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের মাটিতে কোহলির ঐতিহ্যবাহী ভাংড়া নাচ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : দেশ হোক বা বিদেশ, কোমর দোলানোর সুযোগ পেলে তা হাতছাড়া করেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের মাটিতেও সুযোগ পেয়েই ধাওয়ানকে নিয়ে ভারতের ঐতিহ্যবাহী ভাংড়া নাচ শুরু করেন কোহলি। ব্রিটেন সফরে টেস্ট ম্যাচের আগে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ে নামার সময় ঢোলের তালে তালে নাচতে শুরু করে দেন বিরাট। অধিনায়কের পাশাপাশি একই ভঙ্গিতে নাচতে শুরু করেন ধাওয়ান। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কোহলি-ধাওয়ানের এই ভাংড়া ড্যান্সের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

অবশ্য বিরাটের নাচ এবারই প্রথম নয়, চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফর গিয়ে ভাংড়া নাচতে দেখা গিয়েছিল ভারতীয় এই দুই ক্রিকেটারকে। সেবার দক্ষিণ আফ্রিকার স্ট্রিট মিউজিকের সঙ্গে পাঞ্জাবি ঢোলের ভাংড়ার তালে পা মিলিয়েছিলেন ক্রিকেটার। পাঞ্জাবী এই নাচের স্টাইল এখন ভারতীয় ড্রেসিংরুমেও ঢুকে পড়েছে। ২০১৭ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে ‘মেন ইন ব্লু’-কে ভাংড়া ডান্স নাচতে দেখা গিয়েছিল। ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক কোহলি লিখেছিলেন, ‘দলগত জয়, এবার জাট জি’র স্টাইলে চলুক সেলিব্রিশন।’

ইংল্যান্ডের মাটিতে কোহলিদের প্রস্তুতি ম্যাচে দেশীয় সংস্কৃতির স্বাদ দিতে প্রথম দিন থেকে ভাংড়া ও ঢোলের ব্যবস্থা রেখেছিল এসেক্স। ম্যাচের প্রথম দিন ‘স্লামডগ মিলিয়নেয়ার’ সিনেমার ‘জয় হো’ গানের তালে মাঠে কোহলিদের স্বাগত জানানো হয়। এরপর দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগে ঢোল ও ভাংড়ার তালে হার্দিক ও দীনেশকে স্বাগত জানায় এসেক্স। তৃতীয় দিন ঢোলের তালে আর নিজেদের সামলে রাখতে পারেননি দুই দিল্লিওয়ালা ক্রিকেটার। ঢোলের বোলে নাচতে শুরু করে দেন কোহলি-ধাওয়ান। কলকাতা২৪

ভিডিওটা দেখুন এখানে...........

  • সর্বশেষ
  • জনপ্রিয়