শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পাকিস্তানি মডেলের নির্বাচন হতে দেয়া হবে না : মেনন

রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে পাকিস্তানি মডেলের নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং তাদের অনুসারী তথাকথিত বুদ্ধিজীবীরা জাতীয় নির্বাচন সম্পর্কে একটি অবিশ্বাস্য গল্প তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। শনিবার সকাল ১১টায় মেননের মিন্টু রোডস্থ বাসায় ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি ও নারায়ণগঞ্জ জেলা কমিটি সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, বিএনপি এবং তাদের অনুসারী খুলনা এবং গাজীপুর মডেল সম্পর্কে অনেক গল্প কথা তৈরি করলেও এ পর্যন্ত কোনো অর্থবহ প্রমাণ হাজির করতে পারেননি। তারা যখন একথা বলেন তখন তারা মাগুরা, মিরপুরের কথা ভুলে যান। প্রধান নির্বাচন কমিশনারকে মাগুরা থেকে পালিয়ে আসতে হয়েছিল। আর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদানের পরিণাম কি হতে পারে তার প্রমাণ ২০০১ এবং পাকিস্তানের নির্বাচন। বাংলাদেশে পাকিস্তানি মডেলের নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। আগামী নির্বাচনে জনগণ নির্বিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাশেদ খান মেননের মিন্টু রোডস্থ বাসায় ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সঙ্গে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, নগর কমিটির সদস্য কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড বেনজির আহমেদ, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড মুর্শিদা আখতার নাহার, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড হিমাংসু সাহাসহ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়