শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে প্রতি পোস্টে তারকারা কে কত টাকা পায়

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে লিওনেল মেসি হয়তো তার খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী। কিন্তু বিজ্ঞাপন বাণিজ্যের মাঠে ক্রিস্তিয়ানো রোনালদো অবিসংবাদিত স¤্রাট। সামাজিক যোগাযোগের মাধ্যমেও অপ্রতিদ্বন্দ্বী রাজা। বিশ্ব সেলিব্রেটিদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারি তার। সেই সুবাদে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি-স্ট্যাটাস পোস্ট করে সবচেয়ে বেশি আয়ও পর্তুগিজ সুপারস্টারেরই।

হ্যাঁ, আয়ের কথাই বলা হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম বিশ্ব ক্রীড়া তারকাদের জন্য আয়-উপার্জনের অন্যতম বড় ক্ষেত্র। প্রতিটি ছবি পোস্ট, স্ট্যাটাসের মাধ্যমে তাদের আয় লাখ লাখ ডলার! বিশেষ করে ইনস্টাগ্রামে। আর সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে পোস্ট প্রতি সবচেয়ে বেশি আয় ক্রিস্তিয়ানো রোনালদোর। অঙ্কটাও বিস্ময় জাগানিয়া। ইনস্টাগ্রামে প্রতি পোস্টে পর্তুগিজ তারকার আয় ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার! বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা ৬ কোটি ২৭ লাখ ২ হাজার ৮০০ টাকা মাত্র।

বিশ্ব ক্রীড়া তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে প্রতি পোস্টে কে কত টাকা পান, তার শীর্ষ ১০ জনের একটা তালিকা করা হয়েছে। তাতে সদ্য রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া ক্রিস্তিয়ানো রোনালদোই যথারীতি শীর্ষে। দুইয়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড আছেন তিনে।

তালিকার প্রথম ৭টি নাম দেখলে মনে হতে বাধ্য, এটা বুঝি শুধু ফুটবলারদের নিয়েই করা হয়েছে। কারণ, পোস্ট প্রতি আয়ে প্রথম ৭টি নামই ফুটবলারদের। তবে তালিকার অষ্টম নামটি নিশ্চিত করে দিচ্ছে, সব খেলার তারকাদের নিয়েই তালিকাটা করা হয়েছে। কারণ, ৮ নম্বরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সার কনর অ্যান্থনি ম্যাকগ্রেগর। তালিকার ৯ নম্বরে আছেন একজন ক্রিকেটার। নামটা অনুমিতই, ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

শীর্ষ ১০-এ জায়গা পাওয়া বিশ্ব ক্রীড়া তারকারা পোস্ট প্রতি কে কত আয় করেন, পরিবর্তন পাঠকদের জন্য তা তুলে ধরা হলো এখানে।
১. ক্রিস্তিয়ানো রোনালদো, (ফুটবলার)। জুভেন্টাসের পর্তুগিজ তারকার পোস্ট প্রতি আয় ৭৫০০০০ ইউএস ডলার।
২. নেইমার (ফুটবলার)। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পোস্ট প্রতি আয় ৬০০০০০ ডলার। বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা ৫ কোটি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
৩. লিওনেল মেসি (ফুটবলার)। বার্সেলোনার আর্জেন্টাইন তারকার পোস্ট প্রতি আয় ৫০০০০০ ডলার। বাংলাদেশী টাকায় অঙ্কটা ৪ কোটি ১৮ লাখ ১ হাজার ৮০০ টাকা মাত্র।
৪. ডেভিড বেকহাম (ফুটবলার)। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের পোস্ট প্রতি আয় ৩০০০০০ ডলার। বাংলাদেশী মুদ্রায় ২ কোটি ৫০ লাখ ৮১ হাজার ১০০ টাকা মাত্র।

৫. গ্যারেথ বেল (ফুটবলার)। রিয়াল মাদ্রিদের ওয়েলস উইঙ্গার প্রতি পোস্টে আয় করেন ১৮৫০০০ ডলার। বা ১ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার ৭০০ টাকা মাত্র।
৬. জ্লাতান ইব্রাহিমোভিচ (ফুটবলার)। সুইডেনের সাবেক ফরোয়ার্ডের পোস্ট প্রতি আয় ১৭৫০০০ ডলার। বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা ১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা মাত্র।
৭. লুইস সুয়ারেজ (ফুটবলার)। বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড প্রতি পোস্টে পান ১৫০০০০ ডলার। বাংলাদেশী টাকা অঙ্কটা ১ কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬০০।
৮. কনর ম্যাকগ্রেগর (বক্সার)। যুক্তরাষ্ট্রের এই বক্সার প্রতি পোস্টে আয় করেন ১২৫০০০ ডলার। বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৪ লাখ ৫০ হাজার ৫০০ টাকা মাত্র।
৯. বিরাট কোহলি (ক্রিকেটার)। ভারতের অধিনায়কের পোস্ট প্রতি আয় ১২০০০০ ডলার বা ১ কোটি ৩২ হাজার ৪০০ টাকা মাত্র।
১০. স্টেফেন কারি (বাস্কেটবল)। যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল তারকা পোস্ট প্রতি আয় করেন ১১০০০০ ডলার। বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা ৯১ লাখ ৯৬ হাজার ৪১০ টাকা মাত্র।
তালিকায় দেখা যাচ্ছে পোস্ট প্রতি কোটি টাকার কম আয় মাত্র একজনের। বাকি সবাই একটা পোস্ট দিলেই গুণেন কোটি টাকার বা-িল।
হায়রে রোনালদো, নেইমার, মেসি-তারকাখ্যাতি দিয়ে তোমরা কত সহজে কাড়ি কাড়ি টাকা কামাতে পারো!

  • সর্বশেষ
  • জনপ্রিয়