Skip to main content

টেকনাফে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): টেকনাফের রাজারছড়া উপকূলীয় এলাকা থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে আলী হোসেন (৩০) এর মৃতদেহ ২৮জুলাই শনিবার সকাল সাতটার দিকে উদ্ধার করা হয়েছে। মুন্ডার ডেইল সোনারতরী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. আব্দুস সালাম জানান, শুক্রবার মুন্ডার ডেইল গ্রামের জামাল হোসেনের মালিকানাধীন নৌকায় ছয়জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যায়। নৌকাটি হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। নৌকায় থাকা পাঁচ জেলে মো. আব্দুস সালাম, বশির আহমদ, সাইদুল্লাহ, মোহাম্মদ সেলিম ও এবাদুল্লাহ সাতরিয়ে কুলে ফিরতে পারলেও নিখোঁজ ছিলেন আলী হোসেন। সে সাবরাং মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, জেলের মৃতদেহটি উদ্ধার করার পর দাফনের প্রক্রিয়া চলছে।