শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংলাপ নিয়ে সরকারের আন্তরিকতাটাই মুখ্য : শামসুজ্জামান দুদু

শাহানুজ্জামানন টিটু : সংলাপ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তিনি কারাগারে গিয়ে নেত্রীর ( খালেদা জিয়া) দেখে আসতে পারেন, আলাপ আলোচনা করে আসতে পারেন। আন্তুরিকতাই মূখ্য।

শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, সরকারের আন্তরিকতা বা ইচ্ছাটা কতটুকু আগে তাদের প্রমাণ করাই ভালো। আমরা তো সংলাপ নিয়ে বলেই আসছি। আগে পরের বিষয় না তারা তো এগিয়েছেন। আরেকটু এগুলেই তো হয়।

তিনি বলেন, আমরা সংলাপ চাই, আলোচনা চাই গত দশ বছর ধরে আমার বলে আসছি। এর দশ বছর আগে আবার আওয়ামী লীগ এই কথাটা বলতো। কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে বলা হলেও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়। কাদের সাহেব ছোট ছোট রাজনৈতিক দলগুলোর অফিসে যাচ্ছেন, টেলিফোন করছেন কিন্তু যার সঙ্গে আলোচনা করলে একটা কিছু দাঁড়ায়। কিন্তু সেটি তিনি করেননি।

তিনি বলেন, তিনি (ওবায়দুল কাদের) যদি সত্যিই আলোচনা চান তাহলে এর জন্য টেলিফোনও লাগে না। তার অফিস যেতে আমাদের অফিসের অতিক্রম করে যেতে হয়। তিনি আমাদের অফিসে চা খেয়ে যেতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়