শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ যাত্রী দুর্ভোগ চরমে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী পারাপারের ফেরিটি সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। পানগুছি নদীর মোড়েলগঞ্জ পাড়ের পল্টনের ব্রিজের গোড়ার অংশ মাটিতে ডেবে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মেরামতের কাজ শুরু করেছে। এ কারনে শনিবার সকাল থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়।

এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলা শহরের সাথে পরিবহনে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সর্ব সাধারণের।

মোরেলগঞ্জ শরণখোলা থেকে প্রতিদিন কমপক্ষে ৪০টি পরিবহন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই গাড়িগুলো শুক্রবার রাতে মোরেলগঞ্জ ফেরির পশ্চিম পাড়ে সরিয়ে রাখা হয়েছে।

ফেরী ইজারাদারের পক্ষে মো. কবির হোসেন জানান, রোবাবার বিকেলে ফেরী চালু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন করা সম্ভব হলে তার পূর্বে যেকোন সময় ফেরী চালু করা হতে পারে।

সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘সংশ্লিষ্ট সকলকে ফেরি বন্ধ থাকার বিষয়ে নোটিস দিয়ে ও মাইকিং করে জানানো হয়েছে। তবে আমরা জনভোগান্তির কথা চিন্তা করে আজকের মধ্যেই সংস্কার কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়