শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহাগকে বহিষ্কার করতে হবে, প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো: জাকারিয়া পিন্টু

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে তার পদ থেকে বহিষ্কার করতে হবে। আর তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবো।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক ফুটবলার কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পিন্টু সোহাগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাশিয়া বিশকাপ শুরুর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন তিন বার নির্বাচিত সহ-সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফুটবলার বাদল রায়ের স্ত্রীর সঙ্গে টেলিফোনে অসৌজন্যমূলক আচরণ করেন এবং নানা ধরনের হুমকি দেন। শুধু তাই নয়, বাদল রায়কে বাফুফে ভবনেও না আসতে নিষেধ করেন।
এর পরিপ্রেক্ষিতে বাদল রায়ের স্ত্রী বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে টেলিফোনে বিষয়টি জানালে, বাদল রায়ের বিরুদ্ধে তিনি উল্টো মামলা করবেন বলে হুমকি দেন।
এমন পরিস্থিতিতে বাদল রায়ের স্ত্রী পরিবারের নিরাপত্তার জন্য ওয়ারী থানায় একটা সাধারণ ডায়েরি করেন।
পিন্টু বাফুফে সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি তাকে একটি চিঠি দিয়েছি।
আপনি কি হয়েছেন আমার চিঠির উত্তর দেননি।
বাদলকে অপমান করা আর ফুটবল সমাজকে অপমান করা একই কথা।
আপনি যদি এর কোন ব্যবস্থা না করেন আমরা অনশন করব এবং বৃহত্তর আন্দোলন করব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতাপ শংকর হাজরা, গোলাম মোস্তফা, কাওসার হামিদ, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শেখ মো: আসলাম, ওয়াহিদুজ্জামান পিন্টু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়