শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৯:২২ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানের বিজয়ে পাকিস্তানে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান নিয়ে শংকা

সজিব খান: পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান। যিনি জাতীয় নির্বাচনে জয়ী হয়ে এখন পরমাণু শক্তিধর দেশটির প্রধান নেতা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৬ সালে রাজনীতিতে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। গত নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকলেও এবার অন্যদের পেছনে ফেলে তাঁর দল উঠে এসেছে শীর্ষে৷ তবে ইমরান খানকে নিয়ে এ যাবতকালে আলোচনা আর সমালোচনা কম হয়নি। খেলা বা রাজনীতি ছাড়াও ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের  দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি৷

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান তাঁর আত্মজীবনীতে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। ইমরানের সঙ্গে যৌন সম্পর্কে জড়ালেই কেবল নারীরা দলে বড় পদ পেতে পারেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া জঙ্গিবাদের প্রতি ইমরান খানের উদার দৃষ্টিভঙ্গীরও সমালোচনা করেন অনেকে। ধারণা করা হয় তালেবানের মতো বেশকিছু উগ্রপন্থি দলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন ইমরান। সন্ত্রাসবিরোধী যুদ্ধে অামেরিকার ভূমিকা এবং তাতে পাকিস্তানের অংশগ্রহণের বড় সমালোচক ইমরান। তিনি প্রধামন্ত্রী নির্বাচিত হওয়ায় পাকিস্তানে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান নিয়ে শংকা প্রকাশ করছেন  অনেকেই।

বিখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘ইমরান খান মুসলিম মৌলবাদি, জিহাদি এবং তালেবানদের বন্ধু। সেনাবাহিনীরও তিনি পছন্দের লোক। দেশ চালাবেন সেনারাই। ইমরান শুধু গদিতে বসে চেহারা দেখাবেন। লোকটি অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। বড় বিশ্ববিদ্যালয়ে গেলেই যে কেউ জ্ঞানের ভান্ডার হয়ে ফিরবেন, তা ভাবার কোনও কারণ নেই।’

‘রেহাম খান তাঁর আত্মজীবনীতে যা লিখেছেন, সব যদি সত্যি হয়, তবে ইমরান খান খুবই ভয়ঙ্কর লোক। বানি গালায় তার বাড়ি তো বাড়ি নয়, আস্ত একটা প্রাসাদ। এই প্রাসাদে বাস করে গরিবের কতটা কাছে তিনি যেতে পারবেন! ’

'তালেবানের হাতে একদিন তিনি গোটা পাকিস্তানই দিয়ে দেবেন। কিন্তু সেনাবাহিনী না চাইলে তার সেই ক্ষমতা নেই। সন্ত্রাসী হাফিজ সাইদ নির্বাচন করেছে। ও ব্যাটা কোনও আসন পায়নি। এ নিয়ে উল্লসিত হওয়ার কিছু নেই। জামাতিরাও এক সময় খুব বেশি আসন পেতো না বাংলাদেশে। কিন্তু সমাজে জামাতিদের প্রভাব ছিল প্রচন্ড। সমাজে প্রভাব থাকার কারণে তারা দুই দশকেই পুরো সমাজটাকে ভূতুড়ে বানিয়ে ফেলেছে।'

তিনি বলেন, পাকিস্তানের জন্য দরকার ধর্ম নিরপেক্ষতায়, মানবাধিকারে,, সমানাধিকারে, গণতন্ত্রে, বাক স্বাধীনতায় গভীর ভাবে বিশ্বাসী রাজনীতিক। কিন্তু পাকিস্তানের দুর্ভাগ্য, ধর্মের রাজনীতি করে তাদের টিকে থাকতে হয়। বাংলাদেশেরও একই হাল। এই দুই দেশের আলাদা হওয়ার কোনও দরকার ছিল না। দুই দেশের আদর্শ তো শেষ পর্যন্ত একই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়