শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ম্যাচের ভুল আর নয়, এবার সিরিজ চান মিরাজ

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের গায়নাতে দ্বিতীয় ওয়ানডের দুঃখ ভুলার জন্য সেন্ট কিটসে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে বিগত ম্যাচের ভুল করতে চায় না মাশরাফি বিন মর্তুজার দল। শেষ দিনের ব্যর্থতাকে ভুলে আজ সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সিরিজটা এখন ১-১ সমতায়। গায়নায় শেষ ম্যাচে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্যারবিয়ানরা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটা অনেক বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। কেননা গায়ানার সঙ্গে সেন্ট কিটসের পরিবেশের যথেষ্ট পার্থক্য রয়েছে। তাছাড়া ছোট মাঠটি হবে ব্যাটিং স্বর্গ। ওয়ানডেতে গড় রান ২৮৫ করে। এমন পরিবেশে বাংলাদেশের চেয় থেকে বাড়তি সুবিধা পাচ্ছে স্বাগতিকরাই।

তবে এই বৈরি পরিবেশেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মেহেদি হাসান মিরাজ। ম্যাচের আগে তিনি জানান,‘ উইকেটটা আমরা সবাই দেখেছি। আমার কাছে মনে হয়েছে সবকিছু ঠিক থাকলে আমরাই ভালো করবো।’

দ্বিতীয় ম্যাচে নিজেদের হাতের মুঠোয় থাকা জয়টা মাত্র তিন রানে পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ভুলে বেশ হতাশায় বাংলাদেশ শিবির। কিন্তু আর এই ভুল করতে চাননা টাইগার শিবির। শেষ ম্যাচে নিজেদের ভুল মেনে নিয়ে মিরাজ বলেন,‘দ্বিতীয় ম্যাচে আমাদের বিরাট সুযোগ ছিলো কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি।

তারপরও বলবো আমরা সিরিজ থেকে আউট হয়ে যাই নি। এখনো সুযোগ আছে, আমরা সেটাই যদি কাজে লাগাতে পারি তাহলে আমরাই সিরিজ জিতবো। সেই ম্যাচে আমাদেরই ভুল ছিলো। বাট আমরা সবাই নিজেরা নিজেদের মধ্যে কথা বলেছি। চেষ্টা করবো ওভারকাম করার। পরবর্তীতে এমন পরিস্থিতিতে পড়লে যেন এমনটা আর নয় সেটাই চেষ্টা থাকবে। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়