শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিবিএসের প্রধান নির্বাহীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

 

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: জনপ্রিয় গণমাধ্যম সিবিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা লেসলি মুনভেসের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। হার্ভে উইনস্টিনের পর এবার ‘মি-ট্যু’ মুভমেন্টে নাম আসল মুনসেভের বিরুদ্ধে। ১৯৮০ সাল থেকে ২০০০ সালের মধ্যে মুনসেভের দ্বারা ৬ নারী যৌন হয়রানির শিকার হয়েছে বলে শুক্রবার সাংবাদিকতায় অবদান রাখার জন্য পুরস্কার বিজয়ী দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনটি এক প্রতিবেদন প্রকাশ করে। এরপরই তোলপাড় শুরু হয় গণমাধ্যম জুড়ে।

প্রতিবেদনটিতে বলা হয়, মুনসেভের বিরুদ্ধে ওই ৬ নারীর মধ্যে ৪ নারীই অভিযোগ ছিল, বিভিন্ন বাণিজ্যিক মিটিং এর সময়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। অপর দুই নারীর অভিযোগ, নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ যাতে না করা হয়, সেজন্য প্রতিনিয়ত তাদের হুমকি দিয়ে আসছিল মুনসেভ। এদিকে, অভিযোগগুলো সিবিএসের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে।

এ অভিযোগ স্বীকার করে মুনসেভ এক বিবৃতিতে জানায়, কয়েক দশক আগের এ বিষয়গুলোর জন্য সে অত্যন্ত অনুতপ্ত। মুনসেভের বর্তমান কিংবা সাবেক সহকর্মীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রায় ৩০টি অভিযোগের কথা উঠে আসে প্রতিবেদনটিতে। যদিও এ ধরণের অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়েছে মুনসেভের স্ত্রী। তার মতে, মুনসেভ বাবা অসাধারণ, সহকর্মী হিসেবেও তিনি চমৎকার। প্রসঙ্গত, ২০০৪ সালে বিগ ব্রাদারের উপস্থাপককে জুলি চেনকে বিয়ে করে মুনসেভ ।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ওয়ার্নার ব্রস থেকে সিবিএসে যোগ দেয় মুনসেভ। পরবর্তীতে ১৯৯৮ সালে সিবিএসের প্রধান নির্বাহী হিসেবে মুনসেভ দায়িত্ব নেয়। জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্রেন্ডস’ মুনসেভের অত্যন্ত বিখ্যাত শো। ইয়ন, ভক্স নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়