শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছিল’

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, বঙ্গবন্ধু জোর গলায় বলতেন বাঙ্গালিরাই পারবে। বাঙ্গালী জাতিকে কেউ ধাবিয়ে রাখতে পারবে না। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে জাতিকে থমকে দেওয়া হয়েছিল। ভুল ব্যাখ্যা দিয়ে জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছিল।বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন তার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

শুক্রবার বিকেলে কুমিল্লা জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের আদর্শ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী আরফানুল হক রিফাত,জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী নাজমুল আহসান ফারুক রুমেল, জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল।

খেলায় বালিকা বিভাগে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানারআপ হয়েছে। অপরদিকে বালক বিভাগে জহুরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং গুনানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানার আপ হয়েছে।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়