শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অকর্মণ্য দুইটা মেয়র দিনরাত ঘাস কাটে !

--------লুৎফর রহমান রিটন

আমার শহর। করবো আমি আমার যেটা খুশি।
(মাতুব্বরি করত এলে মারবো একটা ঘুষি।)
'নিট এন্ড ক্লিন শহর' পাওয়ার দাবি আমার পয়লা।
(যখন যেথায় ইচ্ছে হলেই ফেলবো বাড়ির ময়লা।)
ফুটপাতে আর ড্রেনের ভেতর ফেলবো যতো বর্জ্য
(মেয়র ওটা সাফ করিবেন সাফ করাটা ফর্জ।)
ফর্জ মানে ফরজ,
বর্জ্য পরিস্কারের বেলায় আমার তো নেই গরজ!

আমার যদি হয় প্রয়োজন না পাই যদি জমি
বদলে দেবো নালা এবং খালের এনাটমি!
নালা ও খাল ভরাট হবে ভরাট রাতারাতি
(আমরা স্বাধীন সার্বভৌম...আমরা সেই সে জাতি...!)


শহর ঘিরে নদী ছিলো। ওটাও নিয়ে নিলাম।
নদীর ওপর বসতবাড়ির কনস্ট্রাকশন দিলাম!
রাস্তা-ঘাটে যত্রতত্র পলিথিনের প্যাকেট
ফেলে দিলাম, শিশি-বোতল-ব্যাডমিন্টন র্যা কেট
সবই জমা পড়লো ড্রেনে, নোংরা আবর্জনা
সেটা নিয়ে ক্যান্‌ তোমাদের এত্তো আলোচনা!
দখল নিয়ে কত্তো ধকল তোমরা কি তা জানো?
(শিবের গীতটা গাও কেনো ভাই যখনই ধান ভানো!)
একটু না হয় বৃষ্টি হলো জমলো একটু পানি
সেইটা নিয়ে রোজ প্রতিদিন হায় সে কী কচলানি!


বৃষ্টি হইছে?--মেয়র দায়ী।
পানি জমছে?--মেয়র দায়ী।
নালা বন্ধ?--মেয়র দায়ী।
ড্রেনও বন্ধ?--মেয়র দায়ী।
শহর নোংরা?--মেয়র দায়ী।
মশা বাড়ছে?--মেয়র দায়ী।
মশারীও নাই?--মেয়র দায়ী।
চিকনগুনিয়া?--মেয়র দায়ী।
যানজট খুব?--মেয়র দায়ী।
ঘুম আসে না?--মেয়র দায়ী।
মন ভালো নাই?--মেয়র দায়ী।
মেয়র হলেন এই শহরের শ্রীমান নন্দঘোষ!
দুই মেয়রের ওপর সবার সমস্ত আক্রোশ।
(আমরা, মানে নগরবাসী নির্দোষ! নির্দোষ!!)

টকশোগুলোয় বাচালগুলো সবজান্তার বেশে
দুইমেয়রকে ধুয়ে দিচ্ছে নিত্য হেসে হেসে!
কথার তোড়ে পত্রিকা আর টিভির পর্দা ফাটে
অকর্মণ্য দুইটা মেয়র দিনরাত ঘাস কাটে!

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়