শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল নগরীতে ফুটেছে ‘নাইট কুইন’

বরিশাল প্রতিনিধি : নাইট কুইন নামেই বোঝা যায় এ ফুলটি রাতের রানী। রাতের সঙ্গে রয়েছে নাইট কুইন ফুলের বিশেষ সম্পর্ক। সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে মধ্যরাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি এবং রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোরের আলোয় মিলিয়ে যায় এর সৌন্দর্য।

রাতের রানী নাইট কুইন ফুলকে ধরা হয় সৌভাগ্য আর পবিত্রতার প্রতীক হিসেবে। বলা হয়, যার বাড়িতে নাইট কুইন ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! বরিশাল নগরীতে বৃহস্পতিবার রাতে প্রকৃতির অবদানস্বরূপ সৌভাগ্যের তিলক জুটছে মিতালী হালদারের ভাগ্যে। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তার রোপিত গাছে ফুটেছে ‘নাইট কুইন’ ফুল।

নগরীর পশ্চিম বগুড়া রোডের অক্সফোর্ড মিশন স্কুল সংলগ্ন বাসিন্দা প্রকৃতপ্রেমী মিতালী হালদার মিষ্টি জানান, এক যুগ সাধনার পর তার স্বপ্ন পূরণ হয়েছে। ১২ বছর পূর্বে গাছটি লাগানোর পর থেকেই তিনি দিন গুণতে শুরু করেছেন ‘কবে দেখা মিলবে রাতের রাণীর’। অবশেষে বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো গাছটিতে দুটি নাইট কুইন ফুল ফুটেছে। বিস্মিত চোখে বিস্ময়কর রাতের রানীকে নিজের গাছে দেখে মিতালী বলেন, এটা তার বহু সাধনার ফুল। মিতালী আরও জানান, নাইট কুইন ফোটার খবর শুনে প্রতিবেশীরা একনজর রাতের রানীর জৌলুস দেখার জন্য তার বাড়িতে ভিড় করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়