শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে যাচ্ছে ভারতের ক্লাব, বাংলাদেশের ক্লাব ঘুমোচ্ছে

ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো দেশের বাইরে ও কক্সবাজারে প্রাক–মৌসুমে ক্যাম্প করে বিশেষ নজির স্থাপন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ভবিষ্যতে তারা কি পারবে বেঙ্গালুরুর মতো হতে?

বিশ্বকাপ শেষে আবার চাঙা হয়ে উঠতে শুরু করেছে ক্লাব ফুটবল। প্রতিটি দেশের ক্লাবগুলোই এখন প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কারণ লিগের ভালো-মন্দ পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করে প্রাক-মৌসুম প্রস্তুতির ওপর। তাই পেশাদার ক্লাবগুলোর মৌসুম শুরুর প্রস্তুতিটা ভালো হওয়া চাই-ই চাই। এই তো প্রাক–মৌসুম প্রস্তুতির জন্য স্পেনে যাচ্ছে ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসি। সেখানে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ‘বি’ দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে তারা।

ভারত প্রতিবেশী দেশ হওয়ায় স্বাভাবিকভাবে তাদের সঙ্গে বাংলাদেশের তুলনাটা চলে আসে। বিশেষ করে ভারতীয় ক্লাবটির নাম যদি হয় বেঙ্গালুরু। কারণ, এএফসি কাপে বাংলাদেশের আবাহনীর নিয়মিত প্রতিপক্ষ হয়ে উঠেছে তারা। সুতরাং প্রশ্নটা এসেই যায়—বেঙ্গালুরু যদি স্পেনে গিয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতি নিতে পারে, বাংলাদেশের ক্লাবগুলো কী করছে? এক কথায় উত্তর, বাংলাদেশের ক্লাবগুলো প্রস্তুতির সময়টা কাটাচ্ছে ঘুমিয়ে।

প্রাক–মৌসুম প্রস্তুতি বলে যে একটি কথা আছে, সেটা এই যুগেও এক প্রকার অজানা ছিল বাংলাদেশের ক্লাবগুলোর জন্য। গত মৌসুমে নবাগত সাইফ স্পোর্টিংয়ের সৌজন্যেই প্রাক–মৌসুম কথাটির সঙ্গে বাংলাদেশের ক্লাবগুলোর পরিচয়। সাইফ গতবার পাঁচজন ইউরোপিয়ান কোচের অধীনে ভারতে গিয়ে প্রায় এক মাসব্যাপী প্রস্তুতি নিয়েছিল। এবারও তাঁরা ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হল ও তানজানিয়ার কোচ ডেনিস কিতাম্বির অধীনে কক্সবাজারে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আশার খবর হলো, শেখ জামালও তাদের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি ও দুজন আর্জেন্টাইন ট্রেনারের অধীনে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বাকি ক্লাবগুলোর অবস্থা একেবারেই ভয়াবহ।

বেঙ্গালুরুকে এএফসি কাপে নিয়মিত প্রতিপক্ষ পায় আবাহনী। সেই বেঙ্গালুরু যখন স্পেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সে মুহূর্তে নতুন মৌসুমে আবাহনীর কোচ কে হবেন, তাই এখনো নিশ্চিত নয়। সেখানে প্রাক-মৌসুম প্রস্তুতি কথাটি একেবারেই বোকার মতো শোনায়। আর আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তো নতুন মৌসুমের জন্য এখনো দল গঠনই করতে পারেনি। অথচ ঘোষণা দেওয়া হয়েছে, ২০ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। কবে দল গঠন হবে, আর কবেই বা শুরু হবে প্রস্তুতি।

দেশের ফুটবলের এই হালের পেছনে ক্লাবগুলোর অবহেলার দায় অনেক। কিন্তু তাদের দায় দেওয়ার আগে–পরেই দুষতে হয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফেকেও। কারণ তারা কোনো দিনই একটি সুষ্ঠু ফুটবল ক্যালেন্ডার দিতে পারেনি। দু-একবার যাও ক্যালেন্ডার ঘোষিত হয়েছিল, কিন্তু তা শুধু ওই দেখানোর জন্যই বটে।
সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়