শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৫:১১ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৪ সালের তুলনায় দ্রুতগতিতে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি! : ট্রাম্প

নূর মাজিদ: ২০১৪ সালের তুলনায় দ্বিতীয় কোয়ার্টারে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বেড়েছে জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ। এমন দাবী ট্রাম্পের। ২০১৪ সালের পর দ্রুতগতিতে মার্কিন অর্থনীতি বৃদ্ধি পেতে পেতে বর্তমান বছরের দ্বিতীয় কোয়ার্টারে তা ৪.১ শতাংশে এসে দাঁড়িয়েছে, জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক অগ্রগতির এসব দাবী জানান ট্রাম্প।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আমাদের সরকারের কর রেয়াতের প্রেক্ষাপটে মানুষ তাদের অর্থ এখন অধিক পণ্য ক্রয়ে ব্যয় করতে পারছেন। ব্যবসায়ীরাও নতুন করে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সুবিধা নিতে পারছেন। যার ফলে, এপ্রিল-জুন নাগাদ আমাদের জিডিপি ৪.১ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জন করেছে। এমন অগ্রগতিতে আমি নিজেও বিস্মিত! জানান ট্রাম্প।

তবে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের এসব দাবীর দৃঢ় ভিত্তি নিয়ে সন্দেহ পোষণ করেছেন দেশটির শীর্ষ বেসরকারি অর্থনৈতিক বিশ্লেষকগণ। তারা মনে করেন, এপ্রিল-জুন কোয়ার্টারের জিডিপি প্রবৃদ্ধির হার স্থায়ী হবার কোন সম্ভাবনা নেই। তবে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধির হার ৩ শতাংশে স্থির থাকার নিশ্চিত সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের ফলে মার্কিন কৃষি ও অন্যান্য শিল্পখাতের পণ্যে শুল্কারোপ, ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এসবই দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ৩ শতাংশে নামিয়ে আনবে। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়