শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না রাসেল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সিরিজেই তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলেছিলেন তিনি। ব্যাট হাতে ১৩ রান করার পাশাপাশি বল হাতে ৬২ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরের ম্যাচে অবশ্য সেরা একাদশে ছিলেন না তিনি। থাকবেন না সিরিজের শেষ ম্যাচ সেন্ট কিটসেও।তার পরিবর্তে উইন্ডিজ দলে খেলবেন অলরাউন্ডার শেলডন কটরেল।

আজ শুক্রবার হঠাৎ করেই তাকে শুনতে হয়েছে আরো দুঃসংবাদ। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও খেলতে পারছেন না তিনি। হাঁটুর ইনজুরিতে পড়েছেন মারকুটে এই অলরাউন্ডার। সে কারণে শনিবার বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে তিনি খেলতে পারছেন না। শেষ ওয়ানডের জন্য তার পরিবর্তে শেলডন কটরেলকে নেওয়া হয়েছে দলে।

তবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে রাসেলকে পাওয়ার জন্য ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে ৩১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন।

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় ও শেষ ওয়ানডেতেকে সেন্ট কিটসে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বাংলাদেশ ৪৮ রানে জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারে বাংলাদেশকে ৩ রানে হারায় ক্যারিবিয়ানরা। তাতে সিরিজে ১-১ এ সমতা ফিরেছে। তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। ক্রিকেট উইন্ডিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়