শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৪:৪৯ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে

সারোয়ার: মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট কেনেডি ফাউন্ডেশনের প্রধান কেরি কেনেডি আমার দেশ সম্পাদক মাহমুুদুর রহমানের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পৃথক দু’টি টুইট বার্তায় তিনি বলেন, মাহমুদুর রহমানের ওপর সাম্প্রতিক হামলা ও সর্বশেষ গ্রেফতারি পরোয়ানা অগ্রহণযোগ্য। এটা গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের ওপর আক্রমণ। সরকারকে এ জন্য জবাবদিহি করতে হবে।

সম্প্রতি বাংলাদেশ সফরকালে মাহমুদুর রহমানের সঙ্গে তার সাক্ষাতের কথাও তিনি টুইটে স্মরণ করেন। কেরি কেনেডি বলেন, মাহমুদুর রহমানের ওপর আক্রমণের ঘটনায় সরকারকে প্রকাশ্যে নিন্দা জানাতে হবে, দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি মাহমুদুর রহমানকে গ্রেফারের প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানান। সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন।

তিনি বিরোধীকণ্ঠ রোধ না করে সুধী সমাজের কথা বলার সুযোগ রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি পরিবার পরিচালিত কেনেডি ফাউন্ডেশনের বর্তমান কর্ণধার রবার্ট কেনেডির কন্যা কেরি কেনেডি। তিনি রোহিঙ্গাদের দেখতে গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন। তখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। একই দিন মাহমুদুর রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।

তিনি ফাউন্ডেশনের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন এবং অপর একটি টুইট করেন ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে।

-মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়