শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নৌকা ডুবি, নিখোঁজ ১

ফরহাদ আমিন, টেকনাফ: টেকনাফের সাবরাং উপকূলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরা নৌকা ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজন জেলে সাঁতরিয়ে কূলে ফেরত আসতে পারলেও আলী হোসেন (৩০) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। সে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে।

শুক্রবার সকাল ছয়টার দিকে উপকূলের সাবরাং বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
সাবরাং মুন্ডার ডেইল মাছঘাট সোনারতরী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ওই নৌকার মাঝি মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার ভোররাতে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা জামাল হোসেনের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় করে ছয়জন মাঝিমাল্লা সাগরে যায়। হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কবলে পড়লে নৌকাটি উল্টে যায়।

পরে স্থানীয় মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা (আমি) মো. আব্দুস সালাম (৫৫), বশির আহমদ (৩০), সাইদুল্লাহ (২৫), মোহাম্মদ সেলিম (৩০) ও রোহিঙ্গা নাগরিক এবাদুল্লাহ (৩০) সাতরিয়ে কুলে ফেরত আসতে পারলেও নিখোঁজ রয়েছেন আলী হোসেন (৩০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ঘটনাটি শুনেছি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আলী হোসেন নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়