শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়েছে কৃষি ঋণ বিতরণ

আদম মালেক : সদ্য বিদায়ী অর্থবছরে কৃষি ও পল্লীখাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ঋণ বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় ১.৮৮ শতাংশ বেশী কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এছাড়া খেলাপি ঋণও বেড়েছে। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ০.৪৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ব্যাংকগুলো কৃষিখাতে ২০ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করে। এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৫ শ ৫০ কোটি টাকা। এ বিতরণ লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ শতাংশ বেশী।

২০১৭-১৮ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪শ কোটি টাকা। ব্যাংকগুলো বিতরণ করে ২১ হাজার ৩৯৩ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার তুলনায় ৫ শতাংশ বেশী ঋণ বিতরণ করে। এই ১ বছরের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে ৩শ ৯৪ কোটি ৮৫ লাখ টাকা।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছর শেষে কৃষি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৬০১ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ৬শ ৪৫ কোটি ১১ লাখ টাকা যা মোট ঋণের ১৩.৯ শতাংশ। আগের অর্থবছর ৩৯ হাজার ৪৭ কোটি ৫৭ লাখ টাকা ঋণের মধ্যে খেলাপি ছিল ৫ হাজার ২শ ৪০ কোটি ৭৮ লাখ টাকা যা মোট ঋণের ১৩.৪২ শতাংশ। অর্থাৎ ১ বছরের ব্যবধানে খেলাপি বেড়েছে ৪শ ৪ কোটি ৮০ লাখ টাকা।

প্রতিবেদনে দেখা যায়,ঋণ বিতরণের পাশাপাশি আদায়ও বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে ঋণ আদায় হয়েছিল ২১ হাজার ৫শ ৩ কোটি ১২ লাখ টাকা। আগের বছর এই আদায়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৮শ ৪১ কোটি ১৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ঋণ আদায়ের পরিমাণ বেড়েছে ২হাজার ৬শ ৬১ কোটি ৯৬ লাখ টাকা।

চলতি ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২০ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় ৮টি ব্যাংকের জন্য নির্ধারিত ৯ হাজার ৫৯০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য এবার ১০ হাজার ৮১০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।

২০১৭-১৮ অর্থবছরে সরকারী ব্যাংক বিতরণ করে ১০ হাজার ৭৬ কোটি ৩৯ লাখ টাকা। বেসরকারী ব্যাংকের এই ঋণ বিতরণের পরিমাণ ১১ হাজার ৩১৭ কোটি ১৬ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়