শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০২:২২ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করলে বাম  জোট নির্বাচনে অংশগ্রহণ করবে

রফিক আহমেদ : নির্বাচন করার মতো পরিবেশ থাকলে আমাদের নেতৃত্বাধীন বাম জোট ঐক্যবদ্ধভাবে আগামী একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে, অন্য কোনো রাজনৈতিক জোটের সঙ্গে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে টাকার খেলা, সন্ত্রাস ও প্রশাসনিক প্রক্রিয়া বন্ধ করে অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তা সৃষ্টি হলে বাম জোট আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। শুক্রবার বাম জোটের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসব কথা বলেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, নির্বাচন করার মতো পরিবেশ থাকলে আমাদের নেতৃত্বাধীন বাম জোট ঐক্যবদ্ধভাবে আগামী একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে, অন্য কোনো রাজনৈতিক জোটের সঙ্গে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, আমাদের বাম জোট অন্য কোনো রাজনৈতিক জোটের সঙ্গে নির্বাচন করার সম্ভাবনা নেই। আমরা এখন একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন করব কিনা জানি না, সেটা নির্ভর করবে সুনির্দিষ্ট পরিস্থিতির ওপর।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। সরকার এখনো দমন-পীড়ন নীতি অব্যাহত রেখেছে। সরকার একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে, কবে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় এ সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগ নেই। নির্বাচনের তফসীল ঘোষণার আগে ম্যান্ডেটবিহীন বর্তমান নির্বাচন কমিশনকে পুনঃগঠন করতে হবে।

তিনি বলেন, বর্তমানে টাকার খেলা, সন্ত্রাস ও প্রশাসনিক প্রক্রিয়া বন্ধ করে অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তা সৃষ্টি হলে বাম জোট আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে, সরকারি জোট বা বিএনপির জোটের সঙ্গে বাম জোটের ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশের গণতান্ত্রক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ সিপিবি কার্য়ালয়ে গেছেন। এটা আমাদের বাম জোটের শরিকদের বিভ্রত করেছে এবং আমরাও বিভ্রত হয়েছি। কেন হঠাৎ সিপিবির কার্যালয়ে ওবায়দুল কাদের গিয়েছেন এ প্রসঙ্গে সিপিবির নেতাদের জিজ্ঞাসা করলে তারা বলেছেন আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে নির্বাচনের বিষয়ে বাম জোট ঐক্যবদ্ধ হবে না। বাম জোট এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়