শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি : সংস্কৃতিমন্ত্রী

রাজু আনোয়ার: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি।

তিনি বলেন, শুধু চিকিৎসা নয়, আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ সর্বস্তরে আমরা যে অগ্রগতি অর্জন করেছি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, তা সম্ভব হয়েছে কেবল বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই।

শুক্রবার বিকালে রাজধানীর শ্যামলীতে ২৬০ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত “বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপ্নের মূল কারিগর আখ্যায়িত করে নূর বলেন, বিগত দশ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এ উন্নয়নের পেছনে বেসরকারি খাতের অবদান অনস্বীকার্য।

মন্ত্রী বলেন, একটি দেশ তখনই উন্নয়নের পথে এগিয়ে যায়, যখন সরকারি ও বেসরকারি খাত একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করে।

তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন রয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শুধু শয্যা সংখ্যাই নয়, মানের দিকে এগিয়ে যাবে এবং চিকিৎসাসেবায় একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ কবির। আরো বক্তব্য রাখেন বর্ধিত (সম্প্রসারিত) ভবন উদ্বোধন অনুষ্ঠানের আহবায়ক ডাঃ কাজী নওশাদুন নবী এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়