Skip to main content

মায়ের হাতের সব রান্নাই আমার পছন্দ : জয়

জিয়াউদ্দিন রাজু: ছেলের কাছে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জন্মদিনে কি রান্না করব। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার ২৭ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। এই দিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জয় লেখেন, ‘এখন আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি। মা জিজ্ঞেস করছিল আমার জন্য কী রান্না করবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে আমি খুঁতখুঁতে না, মায়ের হাতের সব রান্নাই আমার পছন্দ।’

অন্যান্য সংবাদ