শিরোনাম

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিম তীরে ইসরায়েলের সেনা মোতায়েন

 

ইফ্ফাত আরা: ইসরায়েলের দখলীকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে একজন অবৈধ বসতি স্থাপনকারী নিহত এবং দুইজন আহত হয়েছে। এই হামলার পরপরই শুক্রবার পশ্চিম তীরে সেনা মোতায়েন করে ইসরায়েল।

ইসরায়েলি এক সেনা কর্মকর্তা জানান, উত্তর জেরুজালেমে ফিলিস্তিনি গ্রাম কৌবারের প্রবেশ পথে কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখে চার ফিলিস্তিনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটককারীদের বৃহস্পতিবার ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়। হামাস হামলাকারীদের প্রশংসা করে বিবৃতি দিলেও এ হামলার কোনো দায়ভার স্বীকার করেনি।

ইসরায়েলি সেনারা নিরাপত্তার নামে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ফিলিস্তিনি হামলাকারীরা ‘আদম’ বসতিতে এক বাড়িতে প্রবেশ করে তিনজন লোককে ছুরিকাঘাত করে। তার মধ্যে একজন পরবর্তীতে মারা যান। এদিকে হামাসের মুখপাত্র ফৌজি বারহৌম হামলাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘দৈনন্দিন আমাদের জনগণদের বিরুদ্ধে করা কুৎসিত আক্রমণের এটি একটি চমৎকার ও সাহসী প্রতিবাদ ছিলো।’ ওয়াশিংটন পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়