শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৮:৪২ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যার অ্যালেক্স ফার্গুসন সুস্থ হয়ে উঠেছেন

স্পোর্টস ডেস্ক: সুস্থ হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন। গত ৫ মে মাথায় জরুরী অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যায় থেকে সুস্থ হয়ে উঠেছেন কিংবদন্তি এই কোচ। ২৬ জুলাই (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানানোর পাশাপাশি হাসপাতাল কর্মকর্তা ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সাবেই এই ইংলিশ কোচ।

৭৬ বছর বয়সী ফার্গুসনের অস্ত্রোপচার করা হয়েছে স্যালফোর্ড রয়্যাল হাসপাতালে। অস্ত্রোপচার ভালভাবে সম্পন্ন হওয়ার পর তাকে (ফার্গুসন) সুস্থ করে তুলতে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই কোচ, ‘বিশ্বাস করুন, তারা আমাকে অনেক যতœ করেই সুস্থ করে তুলেছে, তা না হলে আজ এখানে বসতে পারতাম না। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।’
https://twitter.com/twitter/statuses/1022466775676403712

ইউনাইটেডের হয়ে ২৬ বছর কোচের দায়িত্বে ছিলেন ফার্গুসন। তার অসুস্থতার পর সুস্থতা কামনা করেছিলেন সারাবিশ্বে তার অসংখ্য ভক্ত। সুস্থ হয়েই ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি এই কোচ, ‘এই কঠিন সময়ে আমার সঙ্গে ছিলেন, আমার সুস্থতা কামনা করায় সবাইকে ধন্যবাদ।’

নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মোরিনহো এবং দলের জন্য শুভকামনা জানিয়েছেন ফার্গুসন। একইসঙ্গে মাঠে গিয়ে দলের খেলা দেখতেও আশাবাদী এই কিংবদন্তি কোচ।

১৯৮৬ সাল থেকে ২০১৩ সালের মে মাস পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে ছিলেন ফার্গুসন। ২৬ বছরের কোচিং ক্যারিয়ারে সফলতার শেষ নেই তাঁর। অসংখ্য তারকার জন্ম দেয়া এই কোচ সবমিলিয়ে জিতেছেন ৩৮টি শিরোপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়