শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপিল-আকরাম-আফ্রিদিরা ইমরানের জয়ে যা বললেন

শোভন দত্ত: ধারণা সত্যি করে ১১তম জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের মসনদে বসছেন দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান। ইমরানের জয়ে সমর্থকদের পাশাপাশি উল্লাসিত ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররাও। ভারতের কপিল দেব, পাকিস্তানের ওয়াসিম আকরাম ও শহিদ আফ্রিদিসহ অনেক ক্রিকেটার ইমরানকে শুভকামনা জানিয়েছেন।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, ‘এটা একটা দারুণ কৃতিত্বের ব্যাপার। দেশের সামনে ক্রিকেট খেলাটা কিছুই নয়। তবে এটা বলব, বিশ্বকাপ জেতার সময় ইমরান যে রকম আবেগ প্রবণ ছিল, এখনও সে রকমই আছে। আশা করব, ওর এই সাফল্য দেশের উপকারে লাগবে।’

ইমরানের এমন কৃতিত্ব কোনও ক্রিকেটার করতে পারেননি জানিয়ে কপিল বলেন, ‘প্রথমে মাঠে দেশের প্রতিনিধিত্ব করা। তারপর সেই দেশের সর্বময় নেতা হয়ে ওঠা- এটা একটা দারুণ ব্যাপার।’

ইমরান ক্ষমতায় আসার পরে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক কোন দিকে যেতে পারে এমন প্রশ্নের জবাবে কপিল বলেন, ‘ইমরান যেহেতু ক্রিকেটার ছিল, তাই মনে হয় ও পরিস্থিতির উন্নতির ওপরই জোর দেবে। ক্রিকেট মহলও সে ব্যাপারে একমত। তবে আমার মনে হয়, তার আগে মাঠের বাইরের পরিস্থিতি উন্নত করার ওপর নজর দিতে হবে।’

কপিল আরও বলেন, ‘ইমরান অনেক বারই ভারতে এসেছে। ও আমাদের ক্রিকেট প্রেম সম্পর্কে ভালই ওয়াকিবহাল। ও হয়তো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ওপরে নজর দেবে। আর সেটা যদি ক্রিকেটের সাহায্য করা যায়, তা হলে আমরা, ক্রিকেটারেরা খুব খুশি হব।’

ইমরানকে অভিনন্দন জানিয়ে বাইশ গজে বিশ্বজয়ের ক্ষেত্রে ইমরানের অন্যতম প্রধান অস্ত্র ওয়াসিম আকরাম এক টুইটে বলেন, ‘তোমার নেতৃত্বে আমরা ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। তোমার নেতৃত্বেই আমরা আবার একটি মহান দেশ হয়ে উঠতে পারি।’

বৃহস্পতিবারই ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিন্দন জানিয়ে এসেছেন আকরাম। সেকথা জানিয়ে তিনি বলেন, ‘দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম। সব কিছুই সরকারি রীতি মনে হল। তবে আমি এখনও ইমরানকে অধিনায়কই বললাম।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা রামিজ রাজা টুইটে লিখেছেন, ‘নেতা হিসেবে ইমরানের চেয়ে ভাল উদাহরণ আর কে হতে পারে? সুপার স্টার হিসেবে ওর তুলনা মেলা ভার। অথচ বাইশ বছর ধরে এই একটা লক্ষ্য এবং আদর্শের জন্য লড়াই করে গিয়েছে। ও সব সময়ই বাকিদের চেয়ে আলাদা। ইমরানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা গর্বিত।’

ওয়াকার ইউনুস বলেন, বিশেষ কৃতজ্ঞতা মহান নেতা। অত্যন্ত সরল, সৎ এবং বাস্তববাদী। আপনার মত পরামর্শদাতার ছাত্র হতে পেরে গর্বিত। অভিনন্দন অধিনায়ক।

ইমরানকে অভিনন্দন জানিয়ে শাহিদ আফ্রিদির লিখেছেন, ‘এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন। ২২ বছরের লড়াই এত দিনে সফল হল। এই সাফল্যটা ওর প্রাপ্য। তোমার কাছ থেকে পাকিস্তান অনেক কিছু প্রত্যাশা করে। আশা করব, তুমি আমাদের সামনে থেকেই নেতৃত্ব দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়