শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ভোটের জন্য প্রপাগান্ডা করে : আজম খান (ভিডিও)

হ্যাপী আক্তার : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রী উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ডা. মো. আজম খান বলেছেন, সারাজীবন বলে আসছে বিএনপি ২৫ বছরের যে চুক্তি বঙ্গবন্ধু করেছিলো এটা গোলামী চুক্তি। কিন্তু মনে হয় না চুক্তিটি পড়ে দেখেছে। পড়ে দেখলে তাহলে বলতো ভারত বাংলাদেশের কাছে গোলাম হয়ে গেছে। এতো বড় একটি দেশ পার্শ্ববর্তী ছোট দেশের কাছে গোলাম হয়ে গেছে। তাদের সাথে যে ২৫ বছরের চুক্তিটি করেছিলো এটি উল্টো। কিন্তু বিএনপি একদম নিরদিধায় ভোটের জন্য প্রপাগান্ডা করে গেছে যে গোলামী চুক্তি করেছে।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

এসময় আজম খান বলেন, তারা (বিএনপি) সারা বছর ভারত বিরোধী আর নির্বাচন আসলেই ভারত প্রিতি বেড়ে যায়। সেই ভারত প্রিতি সুবাধে তারা (বিএনপি) দেখে, আমাদের এই সরকার যেভাবে দেশ পরিচালনা করছে এবং দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করেছে। তার সাথে জঙ্গিবাদ মুক্ত হচ্ছে। পার্শ্ববর্তী কোনো দেশে যদি জঙ্গি তৎপরতা থাকে তাহলে তারাও আশক্ত হয়। ভারত সেই কারণে খুশি। ভারত একেবারেই যুদ্ধ সময় থেকেই বন্ধু।

তিনি বলেন, বিএনপি সবসময় করে এবং করে আসছে সেটা হলো, তারা ভারতের সাথে হাত মিলিয়ে কথা বলে সাম্প্রাদায়িক কিছু ভোট পাবার আশা করে। সবাই এখন বুঝে গেছে বিএনপির এটা ভোটের জন্য রাজনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়