শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিপাবলিকানদের কণ্ঠরোধ করছে টুইটার: ট্রাম্প

সান্দ্রা নন্দিনী: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, প্রভাবশালী রিপাবলিকান সদস্যদের মন্তব্য দেখা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর পক্ষে তিনি কোনও তথ্য-প্রমাণ দিতে পারেননি।

টুইটারের বিরুদ্ধে ট্রাম্প রিপাবলিকান সদস্যদের লক্ষ্য করে পরোক্ষ নিষেধাজ্ঞা বা ‘শ্যাডো ব্যানিং’য়ের অভিযোগ আনেন। রিপাবলিকানদের মন্তব্যের দৃশ্যমানতা সীমিত করার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। যদিও টুইটারের পক্ষ থেকে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়।

বৃহস্পতিবার টুইটবার্তায় ট্রাম্প লেখেন, ‘টুইটার প্রভাবশালী রিপাবলিকান সদস্যদের ওপর “শ্যাডো ব্যানিং” করছে। বিষয়টি খুবই অসন্তোষজনক। আমরা খুব শীঘ্রই তাদের এসকল বৈষম্যমূলক ও অবৈধ কার্যক্রম দেখতে পাবো!’

এপ্রসঙ্গে হোয়াইট হাউজকে প্রশ্ন করা হয়, ট্রাম্প টুইটারের ওপর তদন্ত চালাতে ফেডারেল রেগুলেটরের হস্তক্ষেপ চাইবেন কিনা। তবে, হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে, বৃহস্পতিবার টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোর্সি টুইটে জানান, ‘আমরা কথনই পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করি না। বিশেষ করে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কোনও ব্যবহারকারীর ওপর শ্যাডো ব্যানিংয়ের প্রশ্নই আসে না।’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়