শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা-৪ আসনের এমপি মোস্তফা রশিদী মারা গেছেন

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক হুইপ, খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা আর নেই। মোস্তফা রশীদ সুজার মৃত্যুতে রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর  শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার স্ত্রী, এক ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। মৃত্যুকালে তার স্ত্রী খোদেজা রশিদী এবং ছোট মেয়ে তুর্কি পাশে ছিলেন।

বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এসএম মোস্তফা রশিদী সুজা দীর্ঘদিন কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি শ্রমিক লীগ নেতা আলম হাওলাদারের দেয়া কিডনী প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন এই প্রবীন রাজনীতিবিদ। এরপর তাকে খুলনার শহীদ হাদিস পার্কে গণসংবর্ধনা দেয়া হয়। সম্প্রতি তিনি আবারো অসুস্থ হলে পুনরায় সিঙ্গাপুরে নেয়া হয়। গত ২/৩দিন ধরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ গতরাতে তার মৃত্যু হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তার শারিরীক অসুস্থতার খবর পেয়ে একমাত্র ছেলে এসএম খালেদীন রশিদী সুকর্ন সিঙ্গাপুরে যাবার উদ্দেশ্যে বৃহস্পতিবারই খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু পথিমধ্যেই পিতার মৃত্যুর খবর পান। শুক্রবার সকাল ৮টায় তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। সেখান থেকে কবে নাগাদ লাশ দেশে আসবে সেটি সুকর্ন সিঙ্গাপুরে যাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এসএম মোস্তফা রশিদী সুজা ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্র ইউনিয়নের রাজনীতির মধ্যদিয়েই তার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে তিনি খুলনা পৌরসভার কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া আমৃত্য তিনি আবাহনী ক্রীড়া চক্র ও খুলনা নাট্য নিকেতনের সভাপতিসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

এসএম মোস্তফা রশিদী সুজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও কেসিসির নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন, আ’লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, বাগেরহাট জেলা আ’লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক, খুলনা মহানগরীর পাঁচ থানা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, শহীদুল ইসলাম বন্দ ও আনিসুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়