শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুণীজন ও তরুণ ব্যাংকারদের সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক

ডেস্ক রিপোর্ট : এবছর ৫ গুণীজনকে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ও ৫ জন মেধাবী তরুণ ব্যাংকারকে এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড দেবে মার্কেন্টাইল ব্যাংক। বৃহস্পতিবার(২৬ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে মনোনীত ১০ জনের নাম ঘোষণা করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা।

এই বছর মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পাচ্ছেন, শিক্ষা ও সংস্কৃতিতে কবি নির্মলেন্দু গুণ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় জাহানারা ইমাম (মরণোত্তর) অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় ড. আতিউর রহমান, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ক্রীড়াতে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিতরা হলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফয়েজ উদদীন আহমেদ। ট্রাস্ট ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম চৌধুরী। মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রাজন মিয়া, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রিয়াজুল হক, এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।
২৮ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান, পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান উপস্থিত ছিলেন। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়