শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১০:১২ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহারে একটুসখানি প্রেম

বিনোদন ডেস্ক: গত ঈদে বাংলাভিশনে প্রচারিত হয়েছিল ঈদ বিশেষ টেলিফিল্ম ‘একটুসখানি প্রেম’। এস এ হক অলিক রচিত ও নির্মিত এই টেলিফিল্মটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। যে কারণে আগামী ঈদে একই চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে এই টেলিফিল্মের সিক্যুয়াল ‘আহারে একটুসখানি প্রেম’। যথারীতি এতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া আহমেদ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

অলিক জানান, এটি সিরিও কমেডি ঘরানার টেলিফিল্ম। এই টেলিফিল্মে সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে হাস্যরসের মাধ্যমে। পুরো টেলিফিল্মটি দেখলে দর্শক মানুষের জীবনের বাস্তব দিক খুঁজে পাবে।
এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘একটুসখানি প্রেম’ এর জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি ‘আহারে একটুসখানি প্রেম’র জন্য আরো বেশি সাড়া পাব। অলিক তো সবসময়ই বেশ যত নিয়ে কাজ করেন। এই নাটকটিও বেশ যত নিয়েই নির্মাণ করছেন। সহশিল্পী হিসেবে নিপুণ ও নাদিয়া দুজনেই প্রতিষ্ঠিত শিল্পী। দুজনের সঙ্গে কাজটা আমি বেশ উপভোগ করছি। নিপুণ বলেন, আমি অভিনয়ে এখন একেবারেই সময় দিতে পারি না এখন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত। কিন্তু ভালো গল্প পেলে কাজ করার চেষ্টা করি। অলিক ভাইয়ের লেখা এই টেলিফিল্মটির গল্প বেশ বাস্তবধর্মী।

যে কারণে কাজটা বেশ আগ্রহ নিয়ে করেছি। নাদিয়া আহমেদ বলেন, অলিক ভাই নিঃসন্দেহে একজন গুণী নির্মাতা। তিনি তার কাজ সবসময়ই বেশ যত নিয়েই নির্মাণ করেন। এই কাজটিও অনেক যত নিয়ে করা। আশা করছি ‘আহারে একটুসখানি প্রেম’ আরো বেশি দর্শকপ্রিয় হবে। সূত্র : ভোরের কাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়