শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৫:৩২ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খনি দুর্নীতির তদন্ত করবে ক্যাব

ডেস্ক রিপোর্ট : বড়পুকুরিয়া কয়লা খনির গায়েব কয়লার বিষয়ে তদন্ত করবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বিদ্যুৎ জ্বালানিখাত অভিযোগ তদন্ত কমিশন। দুই-একদিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বড়পুকুরিয়ার বিষয়ে সবার কাছে তথ্য চাওয়া হবে। এসব তথ্যের ভিত্তিতেই তদন্ত করবে কমিশন।

প্রসঙ্গত, বিদ্যুৎ জ্বালানি খাতের অভিযোগগুলো খতিয়ে দেখতে আগে থেকেই ক্যাবের এই তদন্ত কমিশন কাজ করছে। বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ছাড়াও ছয় সদস্যের এই কমিশনের অন্য সদস্যরা হলেন স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক শামসুল আলম ও অধ্যাপক সুশান্ত কুমার দাস।

এ বিষয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য দুই একদিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেবে ক্যাব। বিজ্ঞাপনে বলা হবে, বড়পুকুরিয়া কয়লা খনির বিষয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে গোপনীয়ভাবে হোক, ইমেইলের মাধ্যমে হোক, ব্যক্তিগতভাবে হোক, সে তথ্য ক্যাবকে জানাতে পারবেন যেকোনও ব্যক্তি। এজন্য বিজ্ঞাপনে ফোন নম্বর, ইমেইল নম্বর ও চিঠি লেখার ঠিকানা দেওয়া হবে। যে কেউ যেকোনও মাধ্যমে ক্যাবকে বড়পুকুরিয়ার বিষয়ে তথ্য জানাতে পারবেন বলেও বিজ্ঞাপনে উল্লেখ করা হবে।’ তিনি বলেন, ‘পেট্রোবাংলা, পিডিবিসহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছেও চিঠি দিয়ে তথ্য চাওয়া হবে। যাদের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালকদের সাক্ষাৎকার নেবে ক্যাব। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়