শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগেই উইন্ডিজ দলে নারিন, পোলার্ড ও ব্রাভো!

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজি মাতানো ক্রিকেটার হলেন সুনিল নারিন, কিয়েরন পোলার্ড ও ড্যারেন ব্রাভো। কিন্তু সেই নারিন, পোলার্ড এবং ব্রাভো খেলেন না তাদের জাতীয় দলের হয়ে। বোর্ডের সঙ্গে একটু দ্বন্দ্ব থাকায় অনেকদিন থেকেই জাতীয় দলের বাইরে তারা। তবে তাদেরকে জাতীয় দলে ফেরার সুযোগ করে দিচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ২০১৯ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে ৫০ ওভারের একটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে দেশটি। যেখানে তাদের আহ্বান জানানো হয়েছে খেলার জন্য। তবে এখনই সবকিছু মেনে নিয়ে তারা খেলতে আসবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘরোয়া এই টুর্নামেন্টটি আগামী বছরের ফেব্রুয়ারীতে হওয়ার কথা ছিলো। কিন্তু দেশটির তারকা অনেক খেলোয়াড় বিভিন্ন লিগে খেলার কারণে ৫০ ওভারের এই টুর্নামেন্টটির সাথে বিশ্বের বিভিন্ন লিগের সংঘর্ষ হচ্ছে। তাই ঘরোয়া এই টুর্নামেন্টটি এই বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, পোলার্ড, ব্রাভো এবং নারিনকে সুপার ৫০ কাপ খেলার জন্য বার্তা দিয়েছি। যাতে করে কোর্টনি ব্রাউন (নির্বাচক কমিটির চেয়ারম্যান) সব খেলোয়াড়কে বাছাইয়ের জন্য পেতে পারে। তিনি আরো বলেন, এটা শুধু আমাদের মান বাড়াবে, তাই নয়। আমাদের নির্বাচকরা দেখতে পাবে তরুণ খেলোয়াড়রা ডোয়াইন ব্রাভো, নারিনের বিপক্ষে কিভাবে রান করে এবং তাদের কিভাবে আউট করছে।

এছাড়া এটা বিশ্বকাপ প্রস্তুতির জন্য দারুণ একটা ব্যাপার হবে। লোকেরা চায় খেলোয়াড়দের নাম আমরা বিবেচনায় আনি। সে জন্য তাদের সুপার-৫০ টুর্নামেন্ট খেলতে হবে এবং পারফর্ম করতে হবে বলে মনে করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান ব্রাউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়