শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০২:২২ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনা ও কয়লা চুরি দেশের মানুষকে আবারও হতবাক করেছে: যুব মৈত্রী

রফিক আহমেদ : বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির নেতারা বলেছেন, সোনা ও কয়লা চুরি দেশের মানুষকে আবারও হতবাক করেছে। দুর্নীতির মাধ্যমে একশ্রেণির অসাধু রাজনীতিক আমলা, ব্যবসায়ী টাকার পাহাড় গড়ে তুলছে, সেকেন্ড হোম নির্মাণ করছে দেশের বাহিরে। বৃহস্পতিবার যুব মৈত্রীর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের বক্তব্যে নেতারা এসব কথা বলেন।

যুব মৈত্রীর নেতারা বলেন, দুর্নীতির কারণে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে আর্থিক খাতের দুর্নীতি লুটপাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি দুর্নীতি ও দুর্নীতিবাজদের রুখতে সরকারের দৃঢ় পদক্ষেপ জরুরি। দুর্নীতি গ্রস্তদের সঙ্গে কোন আপোস করা যাবে না। সরকারের উন্নয়ন, অগ্রগতি দৃশ্যমান, সরকারি চাকুরিজীবী মন্ত্রী-এমপি’র বেতন-ভাতা বাড়লেও ব্যাপক অংশের মানুষ যারা বেসরকারি সংস্থায় চাকুরি করে জীবনযাপন করেন, তাদের সুরক্ষার কোন সরকারি পদক্ষেপ চোখে পরে না।

নেতারা আরও বলেন, যুব মৈত্রী ঘোষিত ৫ দফা দাবি বেকারত্ব, মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে যুব জনতাকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তারা তোপখানাস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল পল্টন, গুলিস্তান প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এসে শেষ হয়। সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সহসভাপতি তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার, সহ-সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, তাপস দাস, মাহমুদুল হক সেনা, শফিকুল ইসলাম মুকুল, এমএম মিলটন, মিজানুর রহমান, পারভেজ আলম বাচ্চু, আবুল কালাম আজাদ, টিপু সুলতান, আল-আমীন মাহাদী ও পল্লব সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়