শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে রাশিয়ান অস্ত্র কেনার নিষেধাজ্ঞা এড়ানোর পথ খুলে দিল যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল: রাশিয়ান অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ান অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা দক্ষিণ এশিয়ায় মার্কিন মিত্র ভারত। তাই তারাও পড়েছিলো নিষেধাজ্ঞা শঙ্কায়। তবে ভারতের জন্য এই নিষেধাজ্ঞা এড়ানোর একটি পথ খুলে গিয়েছে।

প্রতিবছর ভারত বিশাল পরিমাণ রাশিয়ান অস্ত্র ক্রয় করে থাকে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, জাহাজ এবং সাবমেরিন। ভারত রাশিয়ার কাছ থেকে ৬০০ কোটি ডলারে দূরপাল্লার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার শেষধাপে রয়েছে।

গত বছরের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে একটি অবরোধ আরোপের বিলে স্বাক্ষর করেন। এই বিল অনুযায়ী রাশিয়ার কাছে যেই দেশ সামরিক উপকরণ ক্রয় করবে, তাদের উপরও মাধ্যমিক পর্যায়ের অবরোধ আরোপ করা হবে।

তবে ট্রাম্প প্রশাসন তার মিত্রদের ছাড় দেবার সিদ্ধান্ত নিয়েছে। এই সপ্তাহে মার্কিন কংগ্রেস এই ব্যপারে একটি সিদ্ধান্তে উপনিত হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে অস্ত্র ক্রয় হ্রাস করছে এবং যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহায়তা উত্তরোত্তর বৃদ্ধি করছে তারা এই ছাড় সুবিধা পাবে। ভারত এই উভয় শর্তই পূরণ করছে।

ভারত সরকার এই বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আর সামরিক কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন কংগ্রেসে এই সংক্রান্ত ভোটাভুটি এখনও বাকি রয়েছে। কংগ্রেস এই বিল পাশ করলে ট্রাম্প স্বাক্ষর করার পরেই বিলটি আইনে পরিণত হবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়