শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারাঠা কোটার দাবীতে আন্দোলন: নাভি মুম্বাইতে ইন্টারনেট বন্ধ

আসিফুজ্জামান পৃথিল: ভারতের মহারাষ্ট্রে চলছে মারাঠাদের আলাদা কোটার দাবীতে আন্দোলন। বুধবার মারাঠা ক্রান্তি মোরচা আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও বৃহষ্পতিবার আবারও শুরু হয় বিক্ষোভ। এদিন মোর্চার সদস্যরা মুম্বাইয়ের জেলা প্রশাসক কার্যালয় এর সামনে অনশন করেছে। এদিকে শিবসেনা বলেছে বিক্ষোভে হতাহতের দায় বিজেটি সরকারকেই নিতে হবে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বিক্ষোভে সংঘাতের শঙ্কায় বুধবার থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত নাভি মুম্বাইয়ের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ ছিলো। এর মধ্যে রয়েছে কাপুর খাইরানের মতো সংঘাতপূর্ণ এলাকা। এই এলাকার পরিস্থিতি এখনও অশান্ত রয়েছে বলে ঐ পুলিশ কর্মকর্তা জানান। ঐ এলাকায় বুধবার বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে এক পুলিশ কন্সটেবল নিহত হন। আহত হন আরো ৯ জন।

এদিকে মারাঠা ক্রান্তি মোর্চার সদস্যরা বৃহষ্পতিবার কোটার দাবীতে মুম্বাইয়ের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈঠক করেছেন। এই অনসনে অল ইন্ডিয়া কিষাণ সভাও সমর্থন জানিয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির স্থানীয় এসএলএ রাহুল আহের পদত্যাগ করেছেন। এছাড়াও মুম্বাইয়ের মানমাদ এবং ইয়োলা এলাকা অবরুদ্ধ করে রাখা হয়।

ভারতের উগ্র হিন্দু জাতীয়তাবাদি সংগঠন শিবসেনা জানিয়েছে আন্দোলনে সংঘর্ষের দ্বায় বিজেপি সরকারকেই নিতে হবে। তারা আরো মনে করে বিজেপির ভুল সিদ্ধান্তের ফল মহারাষ্ট্রকে গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। ফার্সট পোস্ট, এশিয়ান এজ, বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়